We should not tell a lie, should we?
Tag Question - এর গঠন
**1. যেহেতু Auxiliary verb এর সাহায্যে Tag question করতে হয়।তাই
tag question করার সময় লক্ষ্য করতে হবে যে সেই বাক্যে কোন Auxiliary verb আছে কিনা।
যেমনঃ
Reza is a bright student. Ans: Reza is a bright student, isn’t
he?
**2. Sentence টি Affirmative হলে Tag question এর অংশটি
Negative হবে। যেমনঃ
Mary can speak English. Ans:
Mary can speak English, can’t she?
**3. Sentence টি Negative হলে Tag question এর অংশটি
Affirmative হয়। যেমনঃ
They are not funny. Ans:
They are not funny, are they?
**4. Am, is, are, was, were, do, does, did, has, have,
had, shall, should, will, would, can, could, may, might, need, dare, ought to,
used to, must এই সব Auxiliary verb থাকলে এগুলো দিয়েই Tag question করতে হয়। Negative
করার সময় এগুলোর সংগে not যুক্ত করতে হয়। এবং এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয়।
**5. Sentence টিতে যদি কোন Auxiliary verb না থাকে এবং
sentence টি যদি present indefinite tense হয় তবে do/does ব্যবহার করতে হয়। (Affirmative
থাকলে Negative আর Negative থাকলে Affirmative করতে হবে) যেমনঃ
We sleep at night. Ans:
We sleep at night, don’t we?
Sentence টি যদি past tense এ থাকে তাহলে did ব্যবহার করতে
হয়। যেমনঃ
I went to school yesterday. Ans: I went to school yesterday, didn’t I?
**6. আদেশ (order) ও অনুরোধ (request) যু্ক্ত sentence কে
Tag question অংশে “Will you?, Can you? অথবা, Could you?” ব্যবহার করা হয়। যেমনঃ
Give me a glass of water. Ans: Give me a glass of water, can you?
**7. Don’t/never দ্বারা sentence শুরু হলে Tag question হিসেবে
“will you?” ব্যবহৃত হয়। যেমনঃ
Don’t waste time. Ans:
Don’t waste time, will you?
**8. Let’s (let us) দ্বার sentence শুরু হলে Tag question হিসেবে
“shall we?” ব্যবহার হয়। যেমনঃ
Let’s discuss the matter. Ans: Let’s discuss the matter, shall we?
**9. Let এর পর us না থাকলে Tag question এর সময় “will you?”
ব্যবহার করা হয়। যেমনঃ
Let me do the work. Ans:
Let me do the work, will you?
**10. Nothing, everything, something ইত্যাদি ক্ষেত্রে Tag
question এর subject হিসেবে “it” ব্যবহার করা হয়। যেমনঃ
Nothing is impossible. Ans:
Nothing is impossible, is it?
**11. Everyone, Everybody, Anyone, Anybody, Someone,
Somebody এবং All দ্বারা গঠিত sentence এর Tag question এর subject হিসেবে “they” ব্যবহার
হয়। যেমনঃ
Everybody should do his duty.
Ans: Everybody should do his duty, shouldn’t they?
**12. কোন sentence এর subject যদি I হয় এবং I এর পরে am হলে
tag এর সময় “aren’t I” বসে। যেমনঃ
I am happy. Ans:
I am happy, aren’t I?
কিন্তু I এর পরে am not হলে tag এর সময় “am I” বসে। যেমনঃ
I am not a liar. Ans:
I am not a liar, am I?
**13. Never, no, none, no one, nobody, nothing, neither,
barely, hardly, rarely, scarcely, seldom, few, little etc এ ধরনের শব্দ থাকলে এগুলোকে
Negative হিসেবে বিবেচনা করা হয়। এবং Tag এর সময় Affirmative করতে হয়। যেমনঃ
Nobody called you. Ans:
Nobody called you, did they?
**14. বাক্যের শুরুতে There থাকলে Tag question এর সময়
subject হিসেবে There ব্যবহার করা হয়। যেমনঃ
There is a school in our village.
Ans: There is a school in our village, isn’t there?
**15. Sentence এর subject হিসেবে ইতর প্রাণী, শিশু বা জড় পদার্থ
ব্যবহৃত হলে Tag question এর subject এ “it” ব্যবহার করতে হয়।
The baby is crying. Ans:
The baby is crying, isn’t it?
**16. Sentence এর subject হিসেবে This/that ব্যবহৃত হলে
Tag করার সময় subject হিসেবে it ব্যবহার কার হয়। আবার, These/those হলে are ব্যবহার
করা হয়। যেমন:
This is your book. Ans:
This is your book, isn’t it?
No comments:
Post a Comment