Complex to Simple
***1 .
Since/As/When যুক্ত Complex sentence এর দুটি
clause এর subject এক হলে এবং দুটি clause এর মূল verb থাকলে
প্রথমে প্রথম Sentence এর মূল verb এর Present form এর সাথে
ing যোগ + প্রথম clause এর verb এর পরের অংশ + কমা (,) + দ্বিতীয় clause এর
subject এর জায়গায় প্রথম sentence এর subject + দ্বিতীয় sentence এর অবশিষ্ট অংশ। যেমন:
Complex:
When the thief saw the police, he ran away.
Simple:
Seeing the police, the thief ran away.
***2. দুটি clause এর subject ভিন্ন হলে এবং প্রথম clause টিতে
am/is/are/was/were থাকলে এর পরিবর্তে being এবং has/have/had এর পরিবর্তে having বসে
+ দ্বিতীয় clause টি বসে। (since, as, when) সর্বদা উঠে যায়। যেমন:
Complex:
Since the weather was very cold, there were no birds or animals in snow covered
country.
Simple:
The weather being very cold, there were no birds or animals in snow covered
country.
Complex:
When the meeting was over, we went back home.
Simple: The
meeting being over, we went back home.
***3. Since/As যুক্ত complex sentence এর clause দুটির
subject এক হলে এবং Since/As যুক্ত clause টিতে be verb থাকলে-
Since/As এর পরিবর্তে Because of বসে + সেই clause এর
subject এর possessive form বসে + am/is/are/was/were এর পরিবর্তে being এবং
has/have/had এর পরিবর্তে having + সেই sentence এর অবশিষ্ট অংশ + কমা + পরের
sentence বসে। যেমন:
Complex:
Since he was ill, he could not work hard.
Simple:
Because of his being ill, he could not work hard.
***4. Relative pronoun যুক্ত complex sentence কে simple করার
সময় প্রথমে প্রদত্ত sentence এর প্রথম থেকে Relative Pronoun (who, which, that) পূর্ব
পর্যন্ত বসে + Relative Pronoun টি উঠে যায় + Relative Pronoun এর পরে be verb উঠে
যায় + এরপর মূল verb এর present form এর সাথে ing যুক্ত হয় + অবশিষ্ট অংশ বসে। যেমন:
Complex: The
writer lived in a cabin that belonged to the orphanage.
Simple: The
writer lived in a cabin belonging to the orphanage.
***5. When যুক্ত Complex sentence কে simple করতে হলে When
clause এ ছোট সময়/ বয়স/ঋতুর উল্লেখ থাকলে প্রথমে When উঠে যায় + When এর পর
subject (it) ও verb উঠে যায় + ছোট সময় বুঝালে at/in বসে, ঋতু থাকলে তার পূর্বে in
বসে, বয়সের উল্লেখ থাকলে তার পূর্বে at the age of বসে। যেমন:
Complex: When
it was daylight, I was half awakened by the sound of chopping.
Simple: At
daylight I was half awakened by the sound of chopping.
Complex: When
it is spring, the cuckoo sings.
Simple: In
spring the cuckoo sing.
Complex: When
he was four, he left his village.
Simple: At
the age of four he left his village.
**তবে When দ্বারা কোন সময় না বুঝিয়ে কোন কাজ করা বুঝালে At
the time of বসে। যেমন:
Complex: When
it was raining, he woke up.
Simple: At the time of raining, he woke up.
**When যুক্ত sentence এ কোন personal subject এর উল্লেখ থাকলে
উক্ত subject এর possessive form বসে। যেমন:
Complex: When
I was eating, he came.
Simple: At the time of my eating, he came.
***6. If দ্বারা গঠিত Negative Complex
Sentence কে Simple করার সময় প্রথমে Without বসে + ‘If’ clause এর মূল verb এর সাথে
ing যোগ + verb এর পরের অংশ + অপর clause বসে। যেমন:
Complex: If you do not work hard, you will not prosper in life.
Simple: Without working hard, you will not prosper in life.
**If clause টি Affirmative হলে without এর
জায়গায় by বসবে। আর সব ঠিক থাকবে। যেমন:
Complex: If you work hard, you can succeed in life.
Simple: By working hard, you can succeed in life.
***7. So that যুক্ত Complex Sentence কে
Simple করার সময় প্রথমে প্রদত্ত sentence এর প্রথম থেকে So এর পূর্ব পর্যন্ত বসে +
So থেকে can/could/may/might পর্যন্ত উঠে যায় + to + প্রদত্ত sentence এর অবশিষ্ট অংশ
বসে। যেমন:
Complex: He worked hard so that he could prosper in life.
Simple: He worked hard to prosper in life.
***8. So ……… that যুক্ত Complex
sentence কে Simple করার সময় So এর জায়গায too বসে + এছাড়া that এর পূর্ব পর্যন্ত কোন
পরিবর্তন হয় না + that থেকে not পর্যন্ত উঠে যায় + to + sentence এর অবশিষ্ট অংশ বসে।
যেমন:
Complex: He is so weak that he cannot walk.
Simple: He is too weak to walk.
***9. Though/Although যুক্ত Complex
sentence কে Simple sentence এ পরিবর্তন করার সময়-
Though/Although এর পরিবর্তে In spite of বসে
+ সেই clause এর subject এর possessive form + am/is/are/was/were এর পরিবর্তে being বা has/have/had এর পরিবর্তে having বসে বা বক্যের মূল verb এর সাথে ing যোগ +
clause টির অবশিষ্ট অংশ + অপর clause বসে। যেমন:
Complex: Though he tried heart and soul, he could not pass the
examination.
Simple: In spite of his trying heart and soul, he could not
pass the examination.
Complex: Although the man has vast riches, he wants more.
Simple: In spite of having vast riches, the man wants more.
Compound to simple
***1. And যুক্ত Compound Sentence এর Subject এক হলে এবং উভয়
অংশে মূল verb থকলে-
প্রথমে প্রথম বাক্যের মূল verb এর present form এর সাথে
ing যোগ হবে + প্রথম বাক্যের মূল verb এর পরের অংশ বসে + and এর পরিবর্তে কমা (,) বসে
+ দ্বিতীয় বাক্যের কর্তা থাকলে উঠে সেখানে প্রথম বাক্যের কর্তা বসে + দ্বিতীয় বক্যের
অবশিষ্ট অংশ বসে। যেমন:
Compound: The old man killed the bird and brought bad luck to the
crew.
Simple: Killing the bird, the old man brought bad luck to the
crew.
Compound: Dipa sold her hair and bought a platinum fob chain.
Simple: Selling her hair, Dipa bought a platinum fob chain.
***2. And এর উভয় বাক্যের subject ভিন্ন হলে
এবং প্রথম sentence এ am/is/are/was/were থাকলে এর পরিবর্তে being এবং
has/have/had এর পরিবর্তে having বসে, এছাড়া প্রথম বাক্যের আর কোন পরিবর্তন হবে না
+ and এর পরিবর্তে কমা বসে + দ্বিতীয় বাক্য বসে। যেমন:
Compound: The marriage ceremony was over and the guests were all
going to the feast.
Simple: The marriage ceremony being over, the guests were all
going to the feast.
Compound: The sun had set and we returned home.
Simple: The having set, we returned home.
***3. Or যুক্ত Compound sentence কে
Simple করার সময়-
প্রথমে Without + প্রথম বক্যের মূল verb এর
সাথে ing যোগ + verb এর পরের অংশ + or এর পরিবর্তে কমা + দ্বিতীয় বাক্য বসে। যেমন:
Compound: Work hard or you will not prosper in life.
Simple: Without working hard, you will not prosper in life.
***4. And এর উভয় অংশের Subject এক হলে এবং
প্রথম Sentence দ্বারা কারন বুঝালে-
প্রথমে Because of + প্রথম sentence এর
subject এর possessive form + am/is/are/was/were এর পরিবর্তে being বা
has/have/had এর পরিবর্তে having বা মূল ক্রিয়ার সাথে ing যোগ হয় + প্রথম sentence
এর অবশিষ্ট অংশ + and এর পরিবর্তে কমা + দ্বিতীয় sentence বসে। যেমন:
Compound: He is ill and he cannot move an inch.
Simple: Because of his being ill, he cannot move an inch.
Compound: He has much money and he can buy a car.
Simple: Because of his having much money, he can buy a car.
***5. But যুক্ত Compound sentence কে
Simple করার সময় প্রথমে In spite of + প্রথম sentence এর subject এর possessive
form বসে + am/is/are/was/were এর পরিবর্তে being বা has/have/had এর পরিবর্তে
having বা মূল ক্রিয়ার সাথে ing যোগ হয় + but এর পরিবর্তে কমা (,) + দ্বিতীয়
sentence বসে। যেমন:
Simple: I ran fast but I could not get the train.
Compound: In spite of my running fast, I could not get the train.
***6. সময় নির্দেশক Compound sentence কে Simple করার সময় প্রথমে
সময় বাচক clause এর subject (it) ও verb উঠে যায় + সময় বাচক অংশটি বসে + and উঠে যায়
+ তার পরের অংশ বসে। যেমন:
Simple: It was twenty years ago and I was living paris.
Compound: Twenty years ago, I was living paris.