Simple to Compound
***1. Present participle যুক্ত Simple Sentence কে Compound
Sentence এ পরিবর্তনের সময় Present participle এর বাকী অংশটি যে Tense এ থাকে Present
participle কেও সেই একই Tense এ করতে হবে একই Subject দ্বিয়ে Sentence দুটির মাঝে
and বসে। যেমন:
Simple: Drinking
water, the writer wanted to save money.
Compound: The
writer drank water and wanted to save money.
***2. Being যুক্ত Simple Sentence কে Compound Sentence এ
পরিবর্তন করার সময় Being এর বাকী অংশটি যে Tense এ থাকে Being কেও সেই একই Tense এ
করতে হয়। Sentence দুটির মাঝে and বসে।(Being যুক্ত বক্যে Subject না থাকলে একই
Subject “Being” অংশের প্রথমে বসে)। যেমন:
Simple: Being
honest, he could not tell a lie.
Compound: He
was honest and he could not tell a lie.
Simple: The
weather being cold, we cannot go out.
Compound: The
weather is cold and we cannot go out.
***3. Perfect participle যুক্ত Simple Sentence কে Compound
Sentence এ পরিবর্তন করতে হলে প্রথমে Subject + Perfect participle এর Past
perfect form + and + অবশিষ্ট অংশ বসে। যেমন:
Simple: Having
forgotten him, I went out.
Compound: I
had forgotten him and went out.
***4. Too …… to যুক্ত Simple Sentence কে Compound
Sentence এ পরিণত করতে হলে Too এর জায়গায় very বসে, এছাড়া to এর পূর্ব পর্যন্ত আর কোন
পরিবর্তন হয় না + and + পুনরায় Subject বসে + Tense অনুযায়ী cannot/could not বসে +
to এর পরের অংশ থেকে শেষ পর্যন্ত বসে। যেমন:
Simple: He
is too weak to walk.
Compound: He
is very weak and he cannot walk.
Complex to Compound
***1. Since/As/When যুক্ত Complex Sentence কে Compound
Sentence-এ পরিবর্তন করতে হলে-
Since/As/When উঠে যায়। দুটি clause এর মাঝে and বসে। আর সব
ঠিক থাকে। যেমন:
Complex: Since
the writer was young, he could not refuse the proposal of the lady guest.
Compound: The
writer was young and could not refuse the proposal of the lady guest.
***2. Though/Although যুক্ত Complex Sentence কে Compound
Sentence এ পরিবর্তনের নিয়ম:
Though/Although উঠে যায় + ১ম Clause বসে + but বসে + ২য়
Clause টি বসে। যেমন:
Complex: Though
he tried to pray, he could not get rid of the curse.
Compound: He
tried to pray but could not get rid of the curse.
***3. Relative pronoun যুক্ত Complex Sentence কে
Compound করতে হলে-
Relative Pronoun টির জায়গায় and বসে এবং প্রথম Sentence এর
object টি Subject হিসাবে বসে। আর সব ঠিক থাকে। যেমন:
Complex: The
writer took a cabin that was small.
Compound: The
writer took a cabin and it was small.
***4. If যুক্ত Complex Sentence টি Negative অর্থবোধক হলে
Compound Sentence এ পরিবর্তনের নিয়ম:
If থেকে not পর্যন্ত উঠে যায় + অবশিষ্ট অংশ + or + বাকী
Clause টি বসে। যেমন:
Complex:
If you do not move, you will die.
Compound: Move
or you will die.
**তবে Sentence টি Affirmative হলে or এর জায়গায় and বসে। আর
সব ঠিক থাকে। যেমন:
Complex:
If you run fast, you can win the prize.
Compound: Run
fast and you can win the prize.
No comments:
Post a Comment