Saturday, October 27, 2018

অনুচ্ছেদ লিখন

বাংলার প্রকৃতি
বাংলার প্রকৃতি খুবই সমৃদ্ধ ও বৈচিত্রপূর্ণ। প্রকৃতি তার উদার হৃদয় ও অকৃপণ হস্তে বাংলার চারদিক চমৎকারভাবে মাধুর্য দিয়ে সাজিয়েছে। বাংলা মায়ের এই অপরূপ প্রকৃতির দিকে নজর দিলে দেখি চারদিকে সুশৃঙ্খলভাবে সাজানো আছে খাল-বিল, নদী-নালা, পহাড়-পর্বত, বন-জঙ্গল ইত্যাদি। এখানে চারদিকে তাকালে শুধু সবুজের সমারোহ চোখকে জুড়িয়ে দেয়। সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের পহাড়ি প্রকৃতি আমাদের টানে বারবার। নীলাচল, কেওকারাডং, গারো পাহাড় পভৃতির ওপর থেকে দৃশ্যমান প্রকৃতি আমাদেরকে ভাবিয়ে তুলে। মাধবকুন্ডু, হিমছড়ি প্রভৃতি ঝরনাধারা আমাদের মাঝে চঞ্চলতা ছড়িয়ে দেয়। এদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা দেখতে দেশি-বিদেশি লাখো পর্যটক ভিড় জমায় প্রতি বছর। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয়-সূর্যাস্ত উভয়ই দেখা যায়। বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এবং রয়েল বেঙ্গল টাইগার এদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে উচ্চমর্যদায় সমাসীন করেছে। এছাড়াও বাংলাদেশের হাজারো নদ-নদী আপন মায়ায় ঘিরে রেখেছে দেশটিকে। এখানে নদীর অববাহিকায় গড়ে উঠেছে রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, খুলনা, নারাণগঞ্জ প্রভৃতি। সবচেয়ে বেশি আ্কৃষ্ট করে তোলে শরতের স্নিগ্ধ সকাল, যখন দেখা যায় ঘাসের ডগায় শিশির বিন্দু খেলা করছে। এ যেন শিল্পীর কল্পনাকে হার মানিয়ে অনন্য রূপ তৈরি করে আছে।

No comments:

Post a Comment