Sunday, October 28, 2018

বাংলাা অনুচ্ছেদ

গ্রাম্যমেলা
গ্রাম্যমেলা হচ্ছে একটি বিশেষ পটভুিমিতে বহুমুখী উদ্ধেশ্যের একটি সাময়িক সমাবেশ। এটি গ্রামের পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য একটি বিশাল মিলনস্থল। এটি সাধারণত গ্রামের কেন্দ্রীয় অংশে, নদীর তীরে, বাজারের স্থানে বা মন্দিরের আঙিনায় বসে। গ্রাম্যমেলা সাধারণত ধর্মীয় ‍উৎসব বা কোনো মহৎ ব্যক্তির মৃত্যু কিংবা জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত হয়। বৈশাখের শুরুতেও এটি অনুষ্ঠিত হয়। এ মেলা একদিন বা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। মেলা চলাকালীন সময়ে গ্রামীণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। গ্রাম্যমেলায় বিভিন্ন পেশার লোকজন তাদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি ও প্রদর্শনের জন্য নিয়ে আসে। অনেকে তাদের তৈরিকুত পণ্য বিক্রির উদ্দেশ্যে এ দিনটির জন্য সারাবছর অপেক্ষা করে। গ্রাম্যমেলার দোকানদাররা সারিবদ্ধভাবে বসে। গ্রাম্যমেলায় কাপড়-চোপড়, খেলনা, সস্তা গয়না, কসমেটিক্স, সস্তা শৌখিন সামগ্রী বাসনপত্র, বাঁশের তৈরী সরঞ্জাম, মিষ্টি এবং অনেক আকর্ষনীয় জিনিস বিক্রি হয়। যাত্রা, সার্কাস, পুতুল-নাচ, ম্যাজিক শো ইত্যাদি গ্রাম্যমেলার অন্যতম আকর্ষন। শিশু কিশোররা অনেক আগে থেকেই মেলার জন্য টাকা জমায়। গ্রাম্যমেলার কুটির শিল্প, কারিগর, শ্রমশিল্পী, কুমার, তাঁতি এবং চাষিদের উৎসাহ দেয়। গ্রাম্যমেলাতে প্রায়ই জুয়ারিদের আসর দেখা যায়। এগুলো সহজ-সরল গ্রামবাসীকে অর্থনৈতিকভাবে ক্ষতিসাধন করে এবং গ্রাম্য লোকদের নৈতিকতাকে বিনষ্ট করে। সবদিকে বিবেচনায় বলা যেতে পারে, গ্রাম্যমেলা গ্রামের মানুষের অনাবীল আনন্দের উৎস।

No comments:

Post a Comment