Sunday, May 21, 2017

Transformation of sentence part 5 (Compound to complex, Simple to complex)

Compound to complex

***1. And যুক্ত Compound Sentence এর একটি clause যদি অন্যটির কারণ বা সময় নির্দেশ করে তবে উক্ত Compound Sentence টিকে complex করতে হলে - প্রথম sentence এর প্রথমে Since/As/When বসে Complex Sentence এর + প্রথম Sentence বসে + And এর পরিবর্তে কমা বসে + দ্বিতীয় Sentence বসে। এবং দুটি  clause এ subject বসাতে হবে। (কারণ বুঝালে Since/As, এবং কারণ বুঝালে When বসে)। যেমন:
Compound: The writer was poor and could not taste caviar.
Complex: Since the writer was poor, he could not taste caviar.
** প্রথম Clause টি শর্ত বুঝালে প্রথমে If + Subject + প্রদত্ত clause টি + কমা + অপর clause বসে। যেমন:
Compound: Work hard and you will shine in life.
Complex: If you work hard, you will shine in life.

***2. But যুক্ত Compound Sentence কে Complex করতে হলে প্রখমে প্রথম sentence এর প্রথমে Though/Although বসে + প্রথম Sentence বসে + But এর পরিবর্তে কমা + দ্বিতীয় Sentence বসে। (Complex এর দুটি Clause এ Subject বসাতে হয়)। যেমন:
Compound: He ran fast but could not get the train.
Complex: Though he ran fast, he could not get the train.

***3. Or যুক্ত Compound Sentence কে Complex করার সময়- প্রথমে If বসে + Subject + do not + প্রদত্ত clause টি বসে + কমা + দ্বিতীয় clause বসে। যেমন:
Compound: Work hard or you cannot prosper in life.
Complex: If you do not work hard, you cannot prosper in life.

Simple to Complex

***1. Present Participle যুক্ত Simple Sentence কে Complex Sentence এ পরিবর্তন করতে হলে, Present Participle এর বাকী অংশটি যে Tense এ থাকে Present Participle এর অংশটিও একই Subject দিয়ে সেই Tense এ করতে হয়। দু বাক্যের মাঝে কমা (,)বসে। প্রখম Sentece এর প্রথমে Since/As/When কারণ বুঝালে Since/As সময় বুঝালে When বসে। যেমন:
Simple: Closing the door, I went back to work.
Complex: When I closed the door, I went back to work.

***2. Being যুক্ত Simple Sentence কে Complex এ পরিবর্তন করার সময় Being এর বাকী Sentence যে Tense এ থাকে Being এর অংশকে সেই একই Tense এ গঠন করতে হয়। Sentence এর মাঝে কম (,) বসে। Being যুক্ত Sentence এ Subject না থাকলে একই Subject দুটি Sentence এ বসে। প্রথম Sentence এর প্রথমে Since/As/When বসে। কারণ বুঝালে Since/As সময় বুঝালে When বসে। যেমন:
Simple: The water being very hot, I could not drink it.
Complex: Since the water was very hot, I could not drink it.

***3. Too.....to যুক্ত Simple Sentence কে Complex এ পরিবর্তন করতে হলে  Too এর জায়গায় so বসে এছাড়া to এর পূর্ব পর্যন্ত আর কোন পরিবর্তন হয় না + to এর পরিবর্তে that বসে + প্রথম Subject আবার বসে + Tense অনুযায়ী can not/could not বসে + অবশিষ্ট অংশ বসে। যেমন:
Simple: He is too weak to walk.
Complex: He is so weak that he cannot walk.

***4. উদ্দেশ্যমূলক Simple Sentence কে Complex এ পরিবর্তন করার সময়-
প্রদত্ত Sentence এর to এর পূর্ব পর্যন্ত বসে + to এর পরিবর্তে so that + প্রথম subject পুনরায় + Tense অনুযায়ী can/could, অথবা may/might বসে + to এর পরবর্তী অংশ বসে। যেমন:
Simple: He works hard to shine in life.
Complex: He works hard so that he may shine in life.

***5. In spite of যুক্ত Simple Sentence কে Complex এ পরিণত করার সময়-
In spite of এর পরিবর্তে Though/Although বসে + Subject বসে + Verb বসে + Adjective/noun বসে + Comma + অপর Sentence বসে। যেমন:
Simple: In spite of his being healthy, he is lazy.
Complex: Though he is healthy, he is lazy.

***6. Because of যুক্ত Simple Sentence কে Complex এ পরিবর্তন করতে হলে-
প্রথমে Since + subject বসে + verb + Adjective/noun বসে + Comma + অপর Sentence বসে। যেমন:
Simple: Because of my illness, I could not join the meeting.
Complex: Since I was ill, I could not join the meeting.

***7. Subject + Verb + Object + Present Participle যুক্ত Simple Sentence কে Complex এ পরিবর্তন করতে হলে-
Subject + Verb + Object + Object এর Relative Pronoun বসে + Tense ও Relative Pronoun অনুযায়ী Be verb বসে + Present Participle সহ অবশিষ্ট অংশ বসে। যেমন:
Simple: I saw a bird flying.
Complex: I saw a bird which was flying.
** তবে Pronominal Object (me, us, you, him, them, her) থাকলে নিয়ম টি হবে-
Subject + Verb + that/when + Object টির Subjective form + Tense অনুযায়ী Be verb বসে + Present Participle সহ অবশিষ্ট অংশ বসে। যেমন:
Simple: I saw him reading.
Complex: I saw that he was reading.
     or, I saw him when he was reading.

***8. Subject + Verb + Adjective + Noun যুক্ত Simple Sentence কে Complex করতে হলে-
Subject + Verb + Noun + Noun এর Relative Pronoun + Tense ও Noun অনুযায়ী be verb + Adjective বসে। যেমন:
Simple: I saw a lame man.
Complex: I saw a man who was lame.
**তবে Adjective টি Subject কে Qualify করলে-
It + Tense অনুযায়ী be verb + Subject + Subject এর Relative Pronoun + Verb + Adjective বসে। যেমন:
Simple: Health is wealth.
Complex: It is health which is wealth.

No comments:

Post a Comment