Sunday, October 28, 2018

JSC Suggestion 2018 (গণিত, বিজ্ঞান, ইংরেজি)

জে এস সি গণিত  সাজেশন
 (পাটিগণিত)   *** অধ্যায় ২.১, ২.২ (মুনাফা)
                     *** অধ্যায় ৩ (পরিমাপ)
(বীজগণিত)    *** অধ্যায় ৪.১, ৪.২ (মান নির্নয়)
                     *** অধ্যায় ৪.৩, ৪.৪ (লসাগু)
                     *** অধ্যায় ৭ (সেট)
                     *** অধ্যায় ১১ (তথ্য ও উপাত্ত)


সাধারন বিজ্ঞান
*** ১ম অধ্যায় (প্রাণীজগতের শ্রেণীবিন্যাস)
*** ৩য় অধ্যায় (ব্যাপন, অভিশ্রবণ ও প্রস্বেদন)
*** ৪র্থ অধ্যায় ( উদ্ভিদের বংশ বৃদ্ধি)
*** ৫মঅধ্যায় ( পরমানুর গঠন)
*** ৭ম অধ্যায় ( মহাকর্ষ  অভিকর্ষ)
*** ৯ম অধ্যায় (বর্তনী ও চলবিদ্যুৎ)
*** ১১ তম অধ্যায় (আলো)
*** ১৩ তম অধ্যায় (খাদ্য ও পুষ্টি)

English
Seen
1. Shamima's story***
2. River Gypsies***
3. Nakshi Katha***
4. The ethnic people**
5. The word hygiene*
6. At the farthest corner
7. Health is the condition
Paragraph
1. Tree plantation***
2. A rainy day***
3. A book fair***
4. A School library***
5. Traffic jam***
6. Winter morning*
7. School magazine*
Letter
1. Preparation for jsc exam***
2. Prize giving ceremony***
3. Intend to do after jsc***
4. Importance of English learning***
5. Brilliant Success***
6. Reading newspaper*
7. Picnic/Summer vacation*
Dialogue
1. Importance of  English
2. Reading newspaper
3. Importance of trees
4. Remove illiteracy
5. Morning walk

বাংলাা অনুচ্ছেদ

গ্রাম্যমেলা
গ্রাম্যমেলা হচ্ছে একটি বিশেষ পটভুিমিতে বহুমুখী উদ্ধেশ্যের একটি সাময়িক সমাবেশ। এটি গ্রামের পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য একটি বিশাল মিলনস্থল। এটি সাধারণত গ্রামের কেন্দ্রীয় অংশে, নদীর তীরে, বাজারের স্থানে বা মন্দিরের আঙিনায় বসে। গ্রাম্যমেলা সাধারণত ধর্মীয় ‍উৎসব বা কোনো মহৎ ব্যক্তির মৃত্যু কিংবা জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত হয়। বৈশাখের শুরুতেও এটি অনুষ্ঠিত হয়। এ মেলা একদিন বা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। মেলা চলাকালীন সময়ে গ্রামীণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। গ্রাম্যমেলায় বিভিন্ন পেশার লোকজন তাদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি ও প্রদর্শনের জন্য নিয়ে আসে। অনেকে তাদের তৈরিকুত পণ্য বিক্রির উদ্দেশ্যে এ দিনটির জন্য সারাবছর অপেক্ষা করে। গ্রাম্যমেলার দোকানদাররা সারিবদ্ধভাবে বসে। গ্রাম্যমেলায় কাপড়-চোপড়, খেলনা, সস্তা গয়না, কসমেটিক্স, সস্তা শৌখিন সামগ্রী বাসনপত্র, বাঁশের তৈরী সরঞ্জাম, মিষ্টি এবং অনেক আকর্ষনীয় জিনিস বিক্রি হয়। যাত্রা, সার্কাস, পুতুল-নাচ, ম্যাজিক শো ইত্যাদি গ্রাম্যমেলার অন্যতম আকর্ষন। শিশু কিশোররা অনেক আগে থেকেই মেলার জন্য টাকা জমায়। গ্রাম্যমেলার কুটির শিল্প, কারিগর, শ্রমশিল্পী, কুমার, তাঁতি এবং চাষিদের উৎসাহ দেয়। গ্রাম্যমেলাতে প্রায়ই জুয়ারিদের আসর দেখা যায়। এগুলো সহজ-সরল গ্রামবাসীকে অর্থনৈতিকভাবে ক্ষতিসাধন করে এবং গ্রাম্য লোকদের নৈতিকতাকে বিনষ্ট করে। সবদিকে বিবেচনায় বলা যেতে পারে, গ্রাম্যমেলা গ্রামের মানুষের অনাবীল আনন্দের উৎস।

Saturday, October 27, 2018

অনুচ্ছেদ লিখন

বাংলার প্রকৃতি
বাংলার প্রকৃতি খুবই সমৃদ্ধ ও বৈচিত্রপূর্ণ। প্রকৃতি তার উদার হৃদয় ও অকৃপণ হস্তে বাংলার চারদিক চমৎকারভাবে মাধুর্য দিয়ে সাজিয়েছে। বাংলা মায়ের এই অপরূপ প্রকৃতির দিকে নজর দিলে দেখি চারদিকে সুশৃঙ্খলভাবে সাজানো আছে খাল-বিল, নদী-নালা, পহাড়-পর্বত, বন-জঙ্গল ইত্যাদি। এখানে চারদিকে তাকালে শুধু সবুজের সমারোহ চোখকে জুড়িয়ে দেয়। সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের পহাড়ি প্রকৃতি আমাদের টানে বারবার। নীলাচল, কেওকারাডং, গারো পাহাড় পভৃতির ওপর থেকে দৃশ্যমান প্রকৃতি আমাদেরকে ভাবিয়ে তুলে। মাধবকুন্ডু, হিমছড়ি প্রভৃতি ঝরনাধারা আমাদের মাঝে চঞ্চলতা ছড়িয়ে দেয়। এদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা দেখতে দেশি-বিদেশি লাখো পর্যটক ভিড় জমায় প্রতি বছর। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয়-সূর্যাস্ত উভয়ই দেখা যায়। বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এবং রয়েল বেঙ্গল টাইগার এদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে উচ্চমর্যদায় সমাসীন করেছে। এছাড়াও বাংলাদেশের হাজারো নদ-নদী আপন মায়ায় ঘিরে রেখেছে দেশটিকে। এখানে নদীর অববাহিকায় গড়ে উঠেছে রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, খুলনা, নারাণগঞ্জ প্রভৃতি। সবচেয়ে বেশি আ্কৃষ্ট করে তোলে শরতের স্নিগ্ধ সকাল, যখন দেখা যায় ঘাসের ডগায় শিশির বিন্দু খেলা করছে। এ যেন শিল্পীর কল্পনাকে হার মানিয়ে অনন্য রূপ তৈরি করে আছে।